চলন্ত বাসে কলেজছাত্রীকে দলবদ্ধ যৌননিগ্রহের অভিযোগে গ্রেপ্তার- ৩
সাজেদুল ইসলাম , টাঙ্গাইল প্রতিনিধিঃ
যমুনাসেতু–টাঙ্গাইল–ঢাকা মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধভাবে যৌন নিগ্রহের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—বাসচালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) ও চালকের সহযোগী মো. রাব্বি (২১)।
মধুপুর–এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ জানান, বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজের দর্শন বিভাগের এক ছাত্রী (২৬) ঢাকার রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের চন্দ্রা টু ঢাকা রুটের একটি বাসে ওঠেন। ওই সময় বাসে আরও দুইজন যাত্রী ছিলেন।
পরবর্তীতে যাত্রীরা নেমে গেলে অভিযুক্তরা ওই ছাত্রীকে জোরপূর্বক বাসে আটকে রাখে। এ সময় তাঁর সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে বাসটি বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে রাতভর তাঁকে দলবদ্ধভাবে যৌন নিগ্রহ করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ওসি আরও জানান, পরে যমুনাসেতু–টাঙ্গাইল–ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় একটি বাস সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশ সেটি আটক করে। জিজ্ঞাসাবাদে অভিযুক্তদের কাছ থেকে ঘটনার তথ্য পাওয়া যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





