সারাদেশ

পাইকগাছায় জনবহুল জরাজীর্ণ সড়ক সংস্কার; এলাকায় স্বস্তির নিঃশ্বাস

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় দীর্ঘদিনের জরাজীর্ণ গুরুত্বপূর্ণ জনবহুল সড়কের সংস্কারকাজ চলমান থাকায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে। দীর্ঘদিন সংস্কারের অভাবে জনবহুল এই সড়কে চলাচল করতে গিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীকে। অবশেষে খুলনা সড়ক ও জনপদ বিভাগ এর উদ্যোগে সড়কটির সংস্কারকাজ শুরু হওয়ায় ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে।

সরেজমিনে ঘুরে ও প্রাপ্ত তথ্যে সূত্রে জানা যায়, পাইকগাছা পৌরসভার শিববাটি ব্রিজ থেকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাঁটাখালী হয়ে এই সড়কটি কয়রা উপজেলার মসজিদকুড় প্রধান সড়কের সঙ্গে সংযুক্ত হয়েছে। পাশাপাশি সড়কটির মাঝামাঝি অংশে সাতক্ষীরার বড়দল ব্রিজ অবস্থিত। ফলে এই সড়কটি পাইকগাছা, কয়রা, আশাশুনি ও সাতক্ষীরা জেলার মানুষের যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ ও সহজ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে দক্ষিণ খুলনার ‘সাদা সোনা’ খ্যাত কয়রা উপজেলার সঙ্গে খুলনার যোগাযোগে এটি একটি অন্যতম প্রধান সড়ক।

এদিকে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির অবস্থা ছিল অত্যন্ত নাজুক। বিশেষ করে কাটাখালী থেকে বড়দল ব্রিজ পর্যন্ত অংশে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় ভারী যানবাহন তো দূরের কথা, ছোট যানবাহন চলাচলও প্রায় অসম্ভব হয়ে পড়ত। এতে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার পথচারী চরম দুর্ভোগের শিকার হতেন। এছাড়াও অত্র এলাকা থেকে উপজেলা সদরে চিকিৎসাসেবা নিতে আসা মুমূর্ষু রোগীদের ছিলো সীমাহীন ভোগান্তি। পাশাপাশি বৃষ্টির সময় কাদা-পানিতে ভিজে পথচারীদের চলাচলের দৃশ্য ছিল নিত্যদিনের চিত্র। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমেও একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।

এমতাবস্থায় খুলনা সড়ক ও জনপদ বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ২০২৫-২৬ অর্থ বছরে সড়কটির সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। ইতোমধ্যে কাটাখালী সংলগ্ন এলাকা থেকে কপোতাক্ষ স্কুল সংলগ্ন পর্যন্ত অংশের সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় কপোতাক্ষ স্কুল থেকে বড়দল ব্রিজ পর্যন্ত ৫৫ লাখ টাকা ব্যয়ে ৭৫০ মিটার সড়কে রিপেয়ারিং সিলকোটের কাজ বর্তমানে চলমান রয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মারিয়া বিল্ডার্স ও সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি জানুয়ারি মাসের শেষ নাগাদ এই কাজ সম্পন্ন হবে।
সড়ক সংস্কারকাজ চলমান থাকায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান ময়না জানান, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা সড়কটি সংস্কার সম্পন্ন হলে এ অঞ্চলের হাজার হাজার মানুষের যাতায়াতের ভোগান্তি লাঘব হবে। তিনি এ উদ্যোগের জন্য খুলনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুল হক ও উপ-বিভাগীয়,১ প্রকৌশলী সাগর সৈকত মন্ডল-এর প্রতি এলাকাবাসীর পক্ষে কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,