জাতীয় ছাত্রশক্তি জামালপুর জেলার উদ্যোগে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের লিফলেট বিতরণ
ফারিয়াজ ফাহিম
জামালপুর
জাতীয় ছাত্রশক্তি জামালপুর জেলার উদ্যোগে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল (সোমবার) সকালে জাতীয় ছাত্রশক্তি জামালপুর জেলার আহ্বায়ক আমিমুল ইহসান ও সদস্য সচিব আহাদ হোসেনের দিকনির্দেশনায় সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে শহরের পাঁচ রাস্তা মোড় পর্যন্ত এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
লিফলেট বিতরণকালে জাতীয় ছাত্রশক্তি জামালপুর জেলার নেতাকর্মীরা আসন্ন গণভোটে অংশগ্রহণের গুরুত্ব এবং ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক তথ্য তুলে ধরেন।
এ সময় পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি জামালপুর জেলার আহ্বায়ক আমিমুল ইহসান বলেন,
“গণভোট হচ্ছে জনগণের মতামত প্রকাশের সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক মাধ্যম। একটি সুষ্ঠু ও স্বচ্ছ রাষ্ট্র গঠনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই। সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করতেই আমাদের এই কর্মসূচি।”
তিনি আরো বলেন,“আমার ভোট আমি দিবো,যাকে খুশি তাকে দিবো।কিন্তু দেশের সংস্কারের পক্ষে গনভোটে ‘হ্যা’ দিবো
সদস্য সচিব আহাদ হোসেন বলেন,
“গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি নিজেদের মত প্রকাশের সুযোগ পায়। তরুণ সমাজকে এগিয়ে এসে গণভোটে অংশ নিতে হবে এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও গণভোটের পক্ষে ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।।





