বেনাপোলের পুটখালী ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান
জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক উজ্জল নক্ষত্র। তিনি দল মত নির্বিশেষে আপসহীন নেতৃত্বে ও গনতন্ত্রের প্রতীক হিসাবে বিশ্বব্যাপী পরিচিত। বেগম জিয়া দেশের জনগনের হ্রদয়ের স্পন্দন হয়ে চিরদনি স্মরনীয় হয়ে থাকবেন।‘বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেখানে বিএনপি উন্নয়ন করেনি। আগামী ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা জাতিকে কোন দিকে নিয়ে যাবো। আমরা এই দেশকে আধুনিক টেকসই বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। সে ল্েয আমরা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে চাই। তিনি বলেন এদেশকে অর্থনৈতিক ভাবে এগিয়ে নিতে হবে। বেকারদের চাকুরী দিতে হবে। এবং ফ্যামিলী কার্ড দিতে হবে। বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামানায় দোয়া মাহফিল অনুষ্টানে এসব কথা বলেন শার্শা উপজেলা এিবনপির সাধারন সম্পাদক এবং ধানের শীষ প্রতিকের মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন।
সোমবার বিকাল সাড়ে ৪ টার সময় বেনাপোল পোর্ট থানার বালুন্ডা মাধ্যেমিক বিদ্যালয় মাঠে পুটখালী বিএনপি ও অঙ্গসংগঠন এর আয়োজনে ইউনিয়ন এর সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচন এর বিএনপি মনোনীত শার্শা আসন এর প্রার্থী নুরুজ্জামান লিটন।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল মিন্টু,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন,শার্শা উপজেলা শ্রমিক বিষয়ক সম্পাদক সহিদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান সাধারন সম্পাদক আব্দুল কাদের,যুগ্ম সাধারন সম্পাদক ওলিয়ার রহমান প্রমুখ।
এর আগে বেলা সাড়ে ১১ টার সময় বেনাপোল চেকপোষ্টে স্থানীয় চেকপোষ্ট বাজার ব্যবসায়ি সমিতি, ইজিবাইক ও প্রাইভেড ও পরিবহন নেতাদের সাথে চেকপোষ্ট ব্যবসায়ি সমিতির সভাপতি আজিজুল হক এর সভাপতিত্বে ও বাজার কমিটির উপদেষ্টা মিলন হোসেন এর সঞ্চালনায় এক মতবিনিময় সভায় প্রধান অতিতি হিসাবে নুরুজ্জামান লিটন বলেন, আমাদের নেতা তারেক জিয়ার নির্দেশে আমরা রাজনীতি করি। আগামি দিনের বাংলাদেশ হবে শান্তি স্বস্তি ও উন্নয়নের। দল মত নির্বিশেষে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কে কোন দল করেছে কি করেছে এটা আমাদের ভাবলে হবে না। দেশকে সকল বিভেদ বিভাজন ভুলে এগিয়ে নিয়ে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সাধারন সম্পাদক ও বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন, কৃষকদলের সাধারন সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।




