সারাদেশ

বেনাপোল কাস্টমস চেকপোস্টে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক

জাকির হোসেন, বেনাপোল-শার্শা:
বেনাপোল কাস্টমস চেকপোস্টে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আব্দুল সালাম (৪৭) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে।
(২০-০১-২০২৬ ইং) মঙ্গলবার বেলা ১২টার দিকে ভারত থেকে পাসপোর্টযোগে দেশে ফেরার সময় বেনাপোল চেকপোস্ট কাস্টমসের ব্যাগেজ পরীক্ষণ(চেকিং) কেন্দ্রে স্ক্যানিং শেষে তার ব্যাগে তল্লাশি করে এ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্র জানায়, এ সময় লাগেজের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩২ হাজার ২০০ কানাডিয়ান ডলার এবং ৩৬ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার মোট মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৬০ লাখ টাকা।
আটককৃত আব্দুল সালাম মুন্সিগঞ্জ জেলার সদর থানার কাটাখালী এলাকার র‌্যাংচাহাওলাপাড়া গ্রামের আব্দুল সামাদ ব্যাপারীর ছেলে। তার পাসপোর্ট নম্বর এ০৯৬১২০১৫।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, কলকাতা থেকে ‘সুমন’ নামের এক ব্যক্তি তাকে এ অর্থ প্রদান করেন। তিনি এই অর্থ যশোরে এক ব্যক্তির কাছে হস্তান্তর করার কথা ছিল বলেও স্বীকার করেছেন।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার অতুল কুমার জানান, যাত্রীর লাগেজের ভেতরে অত্যন্ত কৌশলে লুকানো অবস্থায় বৈদেশিক মুদ্রার চালানটি উদ্ধার করা হয়। প্রয়োজনীয় সিজারলিস্ট সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,