অর্থনীতি

তিন গ্রামের কৃষকদের নিয়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :

গ্রামীণ পর্যায়ে কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় রুহিতা, পদ্মা ও চরলাঠিমারা—এই তিনটি গ্রামের কৃষকদের নিয়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকাল ১০টায় সিসিডিবির হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণে তিন গ্রামের সাধারণ কৃষকরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও বাস্তবভিত্তিক ধারণা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিভিত্তিক ব্যবসা পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে অবহিত করা হয়।

প্রশিক্ষণে কারিগরি সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা কৃষি অফিসার জনাব শিপন চন্দ্র ঘোষ। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি বাজারভিত্তিক কৃষি উদ্যোগ গ্রহণের মাধ্যমে কৃষকরা স্বাবলম্বী হতে পারেন। আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত চাষাবাদই উদ্যোক্তা উন্নয়নের মূল চাবিকাঠি।”
তার বক্তব্য কৃষকদের মধ্যে নতুন উদ্যোগ গ্রহণে আগ্রহ ও আত্মবিশ্বাস সৃষ্টি করে।

এছাড়া প্রশিক্ষণ সেশনে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জনাব খাইরুল আলম উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা পরিকল্পনা প্রণয়ন, বাজার সংযোগ এবং আয়বর্ধক কার্যক্রম বিষয়ে বাস্তবভিত্তিক আলোচনা করেন। তিনি স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার করে টেকসই ও লাভজনক কৃষিভিত্তিক ব্যবসা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কৃষকরা ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও অনুপ্রেরণা লাভ করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থনীতি

আর্থিক খাতে এত বড় ক্ষত কল্পনাতীত

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতে এত বড় ক্ষত সৃষ্টি হয়েছে সেটা বাইরে থেকে কল্পনাও করা
Uncategorized অর্থনীতি

পিরোজপুরে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

  • ডিসেম্বর ১৯, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরে বসুন্ধরা সিমেন্ট আয়োজিত “শৈল্পিক নির্মানে রাজমিস্ত্রীর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে শহরের বাইপাস সড়কের