সারাদেশ

নওগাঁয় পুলিশের অভিযানে চুরি হওয়া মোটরসাইকেলসহ আটক -২

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

 

নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চুরি হওয়া মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার শুকটিগাছা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

​আটককৃতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ জুতপাড়া গ্রামের মো. আব্দুল কালামের ছেলে লিটন (২৩), একই উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ কদমতলী গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে তন্ময় (১৯)।

বর্তমানে আসামিরা এবং উদ্ধারকৃত মোটরসাইকেলটি আত্রাই থানা হেফাজতে রয়েছে। এই চুরির ঘটনায় মান্দা থানায় ইতিমধ্যে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া ও কাগজপত্র যাচাই শেষে আদালতের নির্দেশানুযায়ী প্রকৃত মালিকের কাছে মোটরসাইকেলটি হস্তান্তর করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে মান্দা উপজেলার চকশৈল্যা বাজার এলাকা থেকে একটি লাল-কালো রঙের ‘বাজাজ ডিসকভার ১২৫ সিসি’ মোটরসাইকেল চুরি হয়। চুরির পর অভিযুক্তরা মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে আত্রাই উপজেলার শুকটিগাছা বাজারে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ওই দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করে।

​আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম  বলেন, অপরাধ দমনে পুলিশ সবসময় সজাগ রয়েছে। আমরা খবর পাওয়া মাত্রই দ্রুত অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,