গণতন্ত্রের মূল্যবোধ জোরদারে জয়পুরহাটে দুই দিনব্যাপী জেলা ইমাম সম্মেলন
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
“দেশের চাবি আপনার হাতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটার উদ্বুদ্ধকরণ ও গণভোটের প্রচার জোরদার করতে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে জেলা ইমাম সম্মেলন-২০২৬। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ২৫ ও ২৬ জানুয়ারি দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা মডেল মসজিদের হল রুমে সকাল ১০টা থেকে শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল-মামুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব উন নবী। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, জয়পুরহাটের উপপরিচালক মোঃ সাজেদুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ ইব্রাহিম মোল্লা সুমন এবং জয়পুরহাট জামিয়াতুল ইসলামিয়া মারকাজুল উলুমের মুহতামিম মাওলানা আস আব্দুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া বলেন,
“গণতন্ত্র শুধু একটি প্রক্রিয়া নয়, এটি একটি মূল্যবোধ। এই মূল্যবোধকে শক্তিশালী করতে হলে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ভোটারদের সচেতনতা ছাড়া কোনো গণতন্ত্রই টেকসই হতে পারে না।”
তিনি আরও বলেন, ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দ সমাজের নৈতিক অভিভাবক। তাঁদের দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকার মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করা সম্ভব, যা সমাজে শান্তি, শৃঙ্খলা ও ন্যায়বোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধর্মীয় মঞ্চ শুধু ইবাদতের স্থান নয়, বরং এটি দেশপ্রেম, দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতা ছড়িয়ে দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম বলেও উল্লেখ করেন তিনি।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ইমাম, খতিব ও আলেমরা অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে ভোটারদের দায়িত্ব, গণভোটের গুরুত্ব, আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকরা জানান, এই সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ভোটার উদ্বুদ্ধকরণ আরও বেগবান হবে এবং গণতান্ত্রিক চর্চা সুদৃঢ় হবে বলে তারা আশাবাদী।




