সারাদেশ

ফরিদপুর-৪ আসনে  কাফনের কাপড় পরে ব্যাতিক্রম নির্বাচনী প্রচারণা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারনায় কাফনের কাপড় পরে ব্যাতিক্রমী প্রচারনা করেছেন ফরিদপুর-৪ আসনের জাতীয় পার্টি মনোনীত লাংগল প্রতিকের প্রার্থী রায়হান জামিল
 সোমবার (২৬ জানুয়ারি) সকালে  ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) রায়হান জামিলের  নির্বাচনী প্রচারণাকালে হুমকি ও গালাগালির ঘটনার প্রতিবাদে ব্যতিক্রমধর্মী প্রচারনা  কর্মসূচি পালন করেছেন তাঁর সমর্থকরা।
চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় রায়হান জামিলের নেতৃত্বে ও তাঁর সমর্থকদের অংশগ্রহণে কাফনের কাপড় পরিধান করে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানো হয়।  এ সংক্রান্ত একটি প্রচারনা নিজের ফেসবুকে আপলোড করেন। এ কর্মসূচির মাধ্যমে তারা নির্বাচনী পরিবেশে বাধা, ভয়ভীতি ও অশালীন আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রায়হান জামিল লিখেন
“নির্বাচনী প্রচারণায় হুমকি ও গালাগালি জনগণের অধিকার ও ন্যায়সংগত নির্বাচনী প্রক্রিয়ার পরিপন্থী। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি।”
তবে এব্যাপারে  একাধিকবার ফোনে যোগাযোগের চেস্টা করেও তার কোন মন্তব্য পাওয়া যায়নি।
রায়হান জামিলের সমর্থকরা জানান, তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে   সব ধরনের ভয়ভীতি বা বাধা উপেক্ষা করেই তারা জনগণের অধিকার রক্ষায় মাঠে থাকবেন।
উল্লেখ্য, রায়হান জামিল শুরু থেকেই  তার নিজের প্রচারনায় ব্যাতিক্রম সব কর্মকান্ড করেন। ১ টাকায় গরুর মাংশ দেওয়া,১০ টাকায় ইলিশ মাছ দেওয়া, ২ টাকা কেজি দরে গরীবদের মাঝে চাউল বিতরন, গভীর রাতে নিজে মাথায় করে চাউলের বস্তা বিতরন,তার ব্যানার ছেড়ার প্রতিবাদে মহিলাদের দিয়ে ঝাড়ু মিছিল দেওয়া  সহ বিভিন্ন কর্মকান্ডে সে আলোচীত হন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,