রাজবাড়ী-২ আসনে বিএনপি প্রার্থী হারুন অর রশীদের প্রচারণায় নামল ডিজিটাল প্রচার গাড়ি
বোরহান উদ্দিন, কালুখালী,রাজবাড়ী :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী-২ সংসদীয় আসনের (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) বিএনপি প্রার্থী হারুন অর রশীদের নির্বাচনী প্রচারণা আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ডিজিটাল প্রচার গাড়ি নামানো হয়েছে মাঠে।
আজ শনিবার (২৫ জানুয়ারি) কালুখালী উপজেলার রতনদিয়ায় অবস্থিত বিএনপির কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল প্রচার গাড়ির যাত্রা শুরু হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা ভোটারদের উদ্দেশ্যে বলেন,
“দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশীদকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি। আপনার একটি ভোটই পারে রাজবাড়ী-২ আসনে পরিবর্তনের সূচনা করতে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খান, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, ডিজিটাল প্রচার গাড়ির মাধ্যমে রাজবাড়ী-২ আসনের প্রত্যন্ত অঞ্চলেও বিএনপির বার্তা পৌঁছে দেওয়া হবে এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাবে বলে তারা আশাবাদী।




