ঝিনাইদহ শৈলকুপায় জনতার হাতে অস্ত্রসহ ডাকাত আটক!
মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।
ঝিনাইদহের শৈলকুপায় সাহসিকতার পরিচয় দিল এলাকাবাসী। ডাকাতির প্রস্তুতির সময় পাইপগান ও গুলিসহ এক ডাকাতকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
রোববার দিবাগত রাতে উপজেলার মালিথিয়া গ্রামে (লাঙ্গলবাঁধ গ্রামীণ ব্যাংক অফিসের সামনে) মুক্তার হোসেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। টের পেয়ে গ্রামবাসী চারপাশ থেকে ঘিরে ফেললে ডাকাত দলের এক সদস্য ধরা পড়ে।
আটককৃত ডাকাতের কাছ থেকে একটি পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ডাকাতদের হামলায় বাড়ির মালিক মুক্তার হোসেন আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে রাতেই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা। আটককৃত ডাকাতকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে।
গ্রামবাসীর এই ঐক্যবদ্ধ প্রতিরোধকে সাধুবাদ জানাচ্ছে এলাকাবাসী। অপরাধমুক্ত সমাজ গড়তে এভাবেই সতর্ক থাকুন।




