আপনাদের ভালোবাসা পেলে কাজের মাধ্যমেই উন্নয়নের ইতিহাস গড়বো — জাকির হোসেন প্রধানিয়া
বাবলু, শাহরাস্তি (চাঁদপুর):
“আপনাদের কাজের লোকের প্রয়োজন, আপনারাই আপনাদের কাজের লোক ঠিক করবেন। ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা পেলে কাজের মাধ্যমেই উন্নয়নের ইতিহাস গড়বো ইনশাআল্লাহ।”
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানিয়া।
মতবিনিময়কালে তিনি বলেন, নির্বাচিত হলে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় পৃথক সংসদ সদস্যের কার্যালয় স্থাপন করা হবে। পাশাপাশি সপ্তাহে দুই দিন সরাসরি জনগণের সমস্যা ও মতামত গ্রহণ করা হবে।
নির্বাচনী অঙ্গীকারের বিষয়ে তিনি জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত সমাজ গড়ে তোলাই তার অন্যতম লক্ষ্য। একই সঙ্গে বিনামূল্যে আধুনিক স্বাস্থ্যসেবা, শিশু শ্রেণি থেকে উচ্চ-মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবং বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
এছাড়াও তিনি নারী ক্ষমতায়ন, কৃষকদের জন্য আধুনিক কৃষিযন্ত্র সরবরাহ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং শ্রমিকদের ন্যায্য মজুরি ও অবসরকালীন ভাতা প্রদানের অঙ্গীকার করেন।
শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মঈনুল ইসলাম কাজল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন প্রার্থীর বড় ভাই আওলাদ হোসেন প্রধানিয়া এবং দুই উপজেলার প্রধান সমন্বয়ক ও শাহরাস্তি প্রেসক্লাবের দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুজ্জামান ভুঁইয়া প্রিন্স।
এ সময় শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




