কুমিল্লার বরুড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত ১
খন্দকার মহিবুল হক, কুমিল্লা।
কুমিল্লার বরুড়ায় জমিসংক্রান্ত বিরোধ ও দীর্ঘদিনের পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রবিউল (৩০)। তিনি মির্জানগর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। গুরুতর আহত ফয়সাল কবীর (৩৫) আগানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীনের ছেলে। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে মির্জানগর এলাকার পুরান পাগলা বাজারে শফিকের চায়ের দোকানে রবিউল, জাকিরসহ কয়েকজন চা পান করছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে পেছন দিক থেকে রবিউল ও ফয়সালের ওপর অতর্কিত ছুরিকাঘাত চালানো হয়। ঘটনাস্থলেই রবিউল গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।
আহত ফয়সাল কবীর জানান, মির্জানগর গ্রামের মৃত সুজাত আলীর ছেলে রব, আলমের ছেলে নূর নবী ও মহিন, আবদুর রবের ছেলে ময়নাল এবং টুক্কু মিয়ার ছেলে কুদ্দুসসহ কয়েকজন তাকে ও রবিউলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। হামলার পরপরই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই তার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে বরুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।





