সারাদেশ

পাইকগাছায় সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘ভোটের গাড়ি’র প্রচারণামূলক প্রদর্শনী অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় পরিচালিত ভ্রাম্যমাণ সচেতনতামূলক কর্মসূচি ‘ভোটের গাড়ি’ বর্তমানে খুলনার পাইকগাছা উপজেলায় অবস্থান করছে। গণতন্ত্র ও ভোটাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নে জনসাধারণের মাঝে ‘ভোটের গাড়ি’র প্রচারণামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে নানা সাংস্কৃতিক উপস্থাপনা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘ভোটের গাড়ি’র মতো উদ্যোগ সাধারণ মানুষের কাছে সহজ ও আনন্দঘন উপায়ে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখছে।

এসময়ে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ প্রদর্শনী উপভোগ করেন। আয়োজনে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।

এর আগে সকালে “ভোটের গাড়ি” উপজেলার গদাইপুর ও চাঁদখালী ইউনিয়নে প্রচারণামূলক প্রদর্শনী করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,