সারাদেশ

পঞ্চগড়ে পিআইবির প্রশিক্ষন কর্মশালায় সাংবাদিকদের সনদ বিতরন

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
পঞ্চগড়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা শেষে সনদ বিতরন প্রদান করা হয়েছে।
পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে ২৮- ২৯ জানুয়ারী দুই দিন ব্যাপী এ কর্মশালা বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) এ কর্মশালার আয়োজন করেছিল।
২৯ জানুয়ারী বিকেলে প্রশিক্ষন কর্মশালা শেষে পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট কাজী মোঃ সায়েমুজ্জামান সাংবাদিকদের সনদ বিতরন করেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান পঞ্চগড়ের সাংবাদিকদের দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
কাজী মোঃ সায়েমুজ্জামান বলেন, সাংবাদিকরা তথ্য প্রমানের ভিত্তিতে যেন নিউজ করে। তাদের মিথ্যা নিউজের জন্য যে সময় যুদ্ধ লেগে যেতে না পারে। তিনি বলেন, আমি পঞ্চগড় জেলায় দায়িত্ব নেয়ার পর পঞ্চগড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে। এ জেলাকে পর্যটন জেলা হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করা হচ্ছে। বাংলাবান্ধা পোর্টকে বড় ধরনের করার জন্য চেষ্টা করা হচ্ছে। বড় ধরনের চালু করতে পারলে ভুটান নেপাল, মালদ্বীপে একত্রিত করতে পারলে বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে স্বয়ংসম্পূর্ন করার চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, তেতুঁলিয়া উপজেলা সদরে একটি পর্যটন মোটেল নির্মান করারও চেষ্টা করা হচ্ছে। পঞ্চগড়ে একটি বাইপাস সড়ক নির্মান করার চেষ্টা করা হচ্ছে। এর সাথে করতোয়া নদীর উপর আরেকটি সেতু নির্মান করার চেষ্টা করা হচ্ছে।
কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল আযীয সাদেক, পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ, স্বাধীন মিডিয়ার সম্পাদক ও ফ্রিল্যান্স সাংবাদিক শারমীন রিনভী।
প্রশিক্ষন কর্মশালায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন নিউজ২৪ টিভির জেলা প্রতিনিধি সরকার হায়দার।
নির্বাচন কমিশনের বিধিমালা, নির্বাচন পর্যবেক্ষকের নীতিমালা, গনপ্রতিনিধিত্ব আইন, গনভোট, জাতীয় নির্বাচন নিয়ে বিধি নিষেধ, সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীরদের দায়িত্ব, নির্বাচন রিপোর্টিং ধরন ও প্রকরন, শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, ভুয়া তথ্য প্রচার, ভুয়া সংবাদসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি বাংলাভিশন কালবেলার প্রতিনিধি মোশাররফ হোসেনসহ নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালায় পঞ্চগড়ের ৫০ জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,