লালমনিরহাট পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ছেলের মৃত্যু, বাবার আহাজারি।
লুৎফর রহমান,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম পৌর এলাকার বাসিন্দা চৌরঙ্গী মোড়ের কাপড় ব্যাবসায়ী খোকনের ছেলে মুন্না (২২) আজ সকালে ৬টার দিকে পাটগ্রাম রেলওয়ে ষ্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
জানা গেছে, পাটগ্রাম স্টেশন পাড়ার বাসিন্দা মুন্না ইসলাম স্টেশন মসজিদে ফজরের নামাজ পড়ে রেললাইনের ধারে দাঁড়িয়েছিলেন,এসময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লোকাল একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। আহত মুন্নাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাটগ্রাম স্টেশন পাড়ার বাসিন্দা হাতীবান্ধা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ইফতেখার আহমেদ ট্রেনে কাটা পড়ে মুন্নার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ছেলেকে হারিয়ে বাবা খোকন মিয়া হতবিহ্বল হয়ে পড়েছেন। তাঁর কান্নার রোল ছড়িয়ে পড়েছে স্টেশন পাড়া জুড়ে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ট্রেনে কাটা পড়ে মুন্না ইসলামের মৃত্যু নিশ্চিত করেছেন।





