সারাদেশ

সাংবাদিক চঞ্চলের উদ্যোগে পাইকগাছায় ফ্রি চক্ষু ও ডেন্টাল চিকিৎসা পেল সাড়ে তিন শতাধিক রোগী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলায় বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক রাবিদ মাহমুদ চঞ্চলের ব্যক্তিগত উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ফ্রি চক্ষু ও ডেন্টাল চিকিৎসা ক্যাম্পে সাড়ে তিন শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার খড়িয়া বিনাপানী স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য রোগী ক্যাম্পে অংশগ্রহণ করে চক্ষু ও ডেন্টাল চিকিৎসা সেবা নেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৫০ জন রোগীর মাঝে বিনামূল্যে চশমা, দাঁতের ওষুধ, টুথপেস্টসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া চক্ষু পরীক্ষা শেষে ৩০ জন ছানি রোগী শনাক্ত করা হয়। এসব রোগীকে পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন, এক মাসের ওষুধ ও প্রয়োজনীয় চশমা প্রদান করা হবে বলে জানানো হয়।

সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পে সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের চক্ষু ইউনিট এবং পাইকগাছা আমেনা ডেন্টাল কেয়ারের অভিজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করেন।
চক্ষু চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. সোহানুর রহমান এবং ডেন্টাল চিকিৎসা প্রদান করেন ডেন্টিস্ট মো. মহব্বত আলী গাজী। গ্রামীণ চক্ষু হাসপাতালের অর্গানাইজার আরাফাত হোসেন টিম ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন।

ক্যাম্প প্রসঙ্গে আয়োজক সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল বলেন,
অবহেলিত এই জনপদের মানুষের চিকিৎসা সেবার কথা বিবেচনা করে বিগত কয়েক বছর ধরে নিজ উদ্যোগে ফ্রি চক্ষু ও ডেন্টাল চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আসছি। আল্লাহ চাইলে আগামী দিনগুলোতেও গরিব ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের মানবিক কাজে এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,