সারাদেশ

সাতক্ষীরায় সরকারী ৩০ বস্তা সার উদ্ধারের ৩ দিন পার হলেও হদিস মেলেনি

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরার কালিগঞ্জে উদ্ধারের তিন দিন পার হলেও ৩০ বস্তা ইউরিয়া সার কোন ডিলারের গোডাউন থেকে বের হয়েছে-তা শনাক্ত হয়নি। জনমনে প্রশ্ন উঠছে, এই সার কি চোরাই ছিল, নাকি চোরাই সারকে বৈধতার ছায়ায় আড়াল করা হচ্ছে?
স্থানীয়রা জানান, কোন গডফাদার ছাড়া এমন পরিবহনে মাল পাচার সম্ভব নয়। দ্রুত ঊর্ধ্বতন তদন্ত না হলে এই সার সিন্ডিকেট রক্ষার নজির হিসেবেই থেকে যাবে।
বিশেষজ্ঞদের মতে, কোনো ডিলারের গোডাউন থেকে যদি এই সার বের হয়ে থাকে, তবে বরাদ্দ তালিকার সঙ্গে বাস্তব মজুদের অমিল ধরা পড়ার কথা। কিন্তু তিন দিনেও কোনো গোডাউন তল্লাশির খবর না পাওয়া তদন্তে গড়িমসিরই ইঙ্গিত দেয়।
স্থানীয় এক কৃষক অভিযোগ করে বলেন,এই ধরনের অবৈধ সার পরিবহন সাধারণত ‘গডফাদার’ ছাড়া সম্ভব নয়। তাহলে কি প্রভাবশালী কোনো সিন্ডিকেটের চাপে তদন্ত থমকে আছে? নাকি প্রশাসনের ভেতর থেকেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে?
সবচেয়ে স্পর্শকাতর প্রশ্ন উঠছে উপজেলা কৃষি অফিসের ভূমিকা নিয়ে। কারণ ডিলার তালিকা, বরাদ্দ, পরিবহন নিয়ম, সব তথ্যই কৃষি অফিসের হাতে থাকার কথা। তবু যদি তিন দিনেও সারটির উৎস শনাক্ত না হয়, তবে সেটি কি দায়িত্বহীনতা, নাকি সচেতন নীরবতা?
কৃষক সাঈদুজ্জামানের প্রশ্ন এখন একটাই-এই ৩০ বস্তা ইউরিয়া সার কি সত্যিই বেওয়ারিশ ছিল, নাকি তদন্তের আড়ালে চোরাই সারকে বৈধতার ছায়ায় ঢেকে দেওয়া হচ্ছে? নাকি এর পিছনে আরও বড় কোন চালান আছে?
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ওয়াসীম উদ্দীন বলেন, “উদ্ধারকৃত সারগুলো বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। মেমো ও মালিকানা সংক্রান্ত কাগজ না থাকায় আমরা যাচাই-বাছাই করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়।” তিনদিন পেরিয়ে গেলেও ২৯ জানুয়ারী বৃহস্পতিবার পর্যন্ত অবৈধ ৩০ বস্তা ইউরিয়া সারের কোন ক্রেতা বিক্রেতা উদ্ধার করতে পারিনি উপজেলা কৃষি অফিসার ওয়াসীম উদ্দীন।
কালিগঞ্জ উপজেলা হিসাব রক্ষক মোঃ নাজিম উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন সার বিক্রির কোন কোড কৃষি অফিসার আমার কাছ থেকে নেননি বা কোন টাকা জমা দেননি।
এব্যাপারে সাতক্ষীরা জেলা কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম বলেন আমি শুনেছি। কিন্তু কোন গোডাউনের সার সেটা কালিগঞ্জের কৃষিবিদ ওয়াসিম উদ্দীনই বলতে পারবেন।
তিনি আরও বলেন, মালিক না পাওয়া গেলে সার বিক্রি করে সরকারী কোষাগারে জমা দিবে। আমি তদন্ত করে দেখবো বিষয়টি আসলে কি।
এদিকে সচেতন মহলের প্রশ্ন-যেখানে ডিলার তালিকা, বরাদ্দ ও গোডাউন তথ্য কৃষি অফিসের হাতেই রয়েছে, তখন তিন দিনেও সার গুলোর উৎস শনাক্ত না হওয়া কি অনিহা , নাকি তদন্তের গাফিলতির ফল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,