সাতক্ষীরায় সেনা টহলের পর যুবকের মৃত্যু নিয়ে রহস্য
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়া বাজারে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সংঘটিত ঘটনার পর ইসমাইল হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন উপজেলার কাকবাশিয়া জেলেখালি এলাকার মহিরউদ্দীন সানার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট ছাড়া মোটরসাইকেলে তিন বন্ধু বাজারে প্রবেশ করলে সেনা টহল দল তাঁদের গতিরোধ করে। এ সময় ইসমাইল হোসেনকে মারধরের অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং পরে সেনা সদস্যরা সরে যান।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান বলেন, ঘটনাস্থলে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু জানান, তিনি মৌখিকভাবে অভিযোগ শুনেছেন, তবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে সেনা আশাশুনি সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরী বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমার জানা নেই। আমি বর্তমানে ক্যাম্পের বাইরে আছি।
ঘটনার প্রকৃত কারণ জানতে রাত ৯টা ৪৫ মিনিটে সাতক্ষীরা সেনা ক্যাম্পের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ হয়নি।
স্থানীয়দের মধ্যে এ মৃত্যু নিয়ে নানা প্রশ্ন ও রহস্য তৈরি হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা প্রকাশ পেলে পরিষ্কার হবে, কীভাবে এক তরুণের জীবন শেষ হয়ে গেল কাকবাশিয়ার বাজারে।





