সারাদেশ

প্রেমিকের মৃত্যুর কথা শুনে গ্যাস ট্যাবলেট খেয়ে প্রাণ দিলেন প্রেমিকা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে প্রেমিক মদন কর্মকার (৩০) ও গ্যাস ট্যাবলেট খেয়ে সুদীপ্তা দাস কেকা (২৬) নামের এক প্রেমিকার মৃত্যু হয়েছে। তারা দুজন একই উপজেলার বাসিন্দা। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার শাহজাদপুর পৌরশহরের সাহাপাড়া মহল্লায় সুদীপ্তা দাস কেকার এ মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে সোমবার গভীর রাতে প্রেমিক মদন কর্মকার বগুড়ায় গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন। সে শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকার বিকাশ কর্মকারের ছেলে। তিনি বগুড়ায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।
অপরদিকে সুদীপ্তা দাস কেকা শাহজাদপুর পৌর এলাকার সাহাপাড়া মহল্লার অতল কৃষ্ণ দাসের মেয়ে। তিনি শাহজাদপুর সরকারি কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী ও সংগীত শিল্পী ছিলেন।
স্থানীয়রা জানায়, বগুড়ায় প্রেমিক মদন কর্মকারের মৃত্যুর খবর শুনে আজ বেলা ১১ টার দিকে নিজে বাড়িতে গ্যাস ট্যাবলেট খায় সংগীত শিল্পী সুদীপ্তা দাস কেকা। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত স্থানীয় পিপিডি হাসপাতালে নিলে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করতে বলেন। পরবর্তীতে সেখানে নিলে চিকিৎসকরা তাকে
উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। এরপর সেখানে নেয়ার পথে তিনি বিকেলে মারা যান।
নাম প্রকাশ না শর্তে স্থানীয় এক যুবক বলেন, মদন কর্মকার বিবাহিত হওয়া শর্তেও সুদীপ্তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল। তবে সুদীপ্তাকে তিনি বুঝতে দেয়নি সে বিবাহিত। মদনের কর্মস্থল বগুড়াতে হওয়ায় সুদীপ্তা মাঝে মধ্যেই সেখানে গিয়ে দেখা করতো।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, এ আত্নহত্যার বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সুদীপ্তার মরদেহটি এখন থানায় রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমিকের মৃত্যুর খবর শুনে তিনি এই আত্নহত্যার পথ বেঁচে নিয়েছেন। তদন্ত শেষে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,