সারাদেশ

শেরপুরে ধানের ট্রাকে গাঁজা পাচার : বিপুল পরিমাণ গাঁজা, ট্রাক ও ধানসহ আটক-১

মোঃ আমিনুল ইসলাম শেরপুরঃ
শেরপুরে অভিনব কায়দায় ধান বোঝাই ট্রাকে করে গাঁজা পাচারকালে মো. হেলাল উদ্দিন (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।
২৬ ডিসেম্বর সকাল ৮ টার দিকে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার আমুয়াকান্দা এলাকা হতে ২৯.৪ কেজি গাঁজা ও নগদ টাকাসহ হেলাল উদ্দিন (৪৬) কে গ্রেফতার করা হয়। তিনি (হেলাল উদ্দিন) শেরপুর জেলার নকলা উপজেলার মধ্য কায়দা গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে।
আজ শুক্রবার র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, পিপিএম-সেবা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার আমুয়াকান্দা এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৪, জামালপুর এর একটি অভিযানিক দল। অভিযানে মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিন (৪৬) কে ২৯ কেজি ৪০০ গাঁজাসহ গ্রেফতার করে র‌্যাব। এসময় ১টি ট্রাক, ট্রাকে থাকা পৌনে ষোল টন ধান এবং নগদ ৫১,০৮০ টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় মামলা দায়ের র্পূবক আসামি ও আলামত থানার হস্তান্তর করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,