সারাদেশ

ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও হাতবোমা সহ আটক-৬

রিয়াজ ফরাজি
ভোলা’র সদর উপজেলার শিবপুরে অভিযান চালিয়ে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১০ টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমান হাতবোমাসহ মোঃ মফিজুল হক মজু (৬২), মোঃ শাকিল (২৬), মোঃ মোবারক (৩৮), মোঃ ইব্রাহিম (২৩), মোঃ মামুন (৩২) ও মোঃ সিকান্দার (৬৪)নামের ৬ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।
রবিবার(২৯ ডিসেম্বর ২০২৪) বেলা ১২ টায় বাংলাদেশ কোস্ট গার্ডের লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা মোঃ সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ভোলা জেলার সদর উপজেলার বিভিন্ন চর এলাকার জনগণের উপর দুর্ধর্ষ সন্ত্রাসী  মফিজুল হক মজু এর নেতৃত্বে একদল কুখ্যাত সন্ত্রাসী দীর্ঘদিন যাবত জমিদখল, চাঁদাবাজি, নদীতে অসহায় জেলেদের মাছ ও টাকা লুট এবং অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করতো মর্মে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য রবিবার  মধ্যরাত ১ টা হতে ভোর ৪ টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ ভোলা বিসিজি বেইস কর্তৃক  জেলার সদর উপজেলাধীন ০৭ নং শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে একটি বিশেষ অভিযান চালিয়ে  ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২৯ টি হাতবোমা, ১০ টি দেশীয় অস্ত্র এবং ২০ গ্রাম গাঁজাসহ ৬ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে অটক করা হয়। আটককৃত আসামী  মফিজুল হক মজু  শাকিল, ইব্রাহিম , মোবারক,  মামুন  ও  সিকান্দার এর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে মর্মে জানা যায়। পরবর্তীতে জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,