সারাদেশ

নিউইয়র্কে পিএইচডির উদ্দেশ্যে যাচ্ছেন রাবিপ্রবির শিক্ষক

রাবিপ্রবি প্রতিনিধি : রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ দত্ত পিএইচডির উদ্দেশ্যে ইউএসএ-এর নিউইয়র্কে যাচ্ছেন।

ইউএসএ-এর নিউইয়র্কে রচেস্টার ইন্সটিটিউট অব টেকনোলজিতে (আরআইটি) স্প্রিং-২০২৫ সেশন (জানুয়ারি) হতে পাঁচ বছর মেয়াদী পিএইচডি ডিগ্রিতে তিনি অংশগ্রহণ করবেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস হতে ফরেস্ট্রি বিষয়ে প্রথম স্থান অধিকার করে স্নাতক সম্পন্ন করেন।এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই থিসিসসহ মাস্টার্স ডিগ্রী লাভ করেন।

২০১৭-২০১৯ সালে তিনি ইউরোপীয় ইউনিয়ন- এর সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ অর্জনের মাধ্যমে অস্ট্রিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি,রোমানিয়া এবং স্পেনের ইউরোপিয়ান ৬টি বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে থিসিসসহ ইউরোপিয়ান ফরেস্ট্রি (এগ্রিকালচার এন্ড ফরেস্ট্রি) বিষয়ে যৌথ মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন।এরপর, বাল্টিক বৃত্তি নিয়ে এস্তোনিয়াতে বন উদ্ভাবন ও গ্রামীণ উন্নয়ন বিষয়ে এমএসসি কোর্স সম্পন্ন করেন।

এছাড়াও তিনি তাঁর গবেষণার জন্য ২০১৯ সালে ব্রাজিলে অনুষ্ঠিত IUFRO World Forestry Congress -এ Award For Excellence in Forest Sciences এওয়ার্ড অর্জনের মাধ্যমে দেশের সুনাম বয়ে আনেন।

তিনি বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণালব্ধ ফলাফল উপস্থাপনের জন্য বাংলাদেশ, ব্রাজিল, ভারত, জার্মানি এবং ভিয়েতনামে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, তিনি ২০২০ সালের মার্চে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে যোগদান করেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং