সারাদেশ

চিলমারীতে “চিলমারী সোস্যাল সার্ভিস অর্গানাইজেশন” এর আলোচনা সভা অনুষ্ঠিত 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “চিলমারী সোস্যাল সার্ভিস অর্গানাইজেশন” এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ শে ডিসেম্বর) সন্ধ্যা টার সময়, সংগঠনের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাতা ও পরিচালক লিমন আহম্মেদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও বিদেশ প্রবাসী মাঈদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপদেষ্টা মাহফুজ রহমান, আর এফ মিশু, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক রাঙ্গা মিয়া, পারভেজ মিয়াসহ সকল সদস্য উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় সকল সদস্যরা তাদের সংগঠনের গত এক বছরের কাজের অভিজ্ঞতা ও সকল কার্যক্রমের কথা তুলে ধরেন। এবং আগামী বছর তারা কি কি বিষয়ে কাজ করবেন সে গুলো বিষয়ে নানা রকম আলোচনা করেন। পরে উপদেষ্টারা সকল সদস্যের উদ্দেশ্য বলেন, আসুন আমরা সবাই গত বছরের সকল ভুল-ভ্রান্তি ভুলে গিয়ে, আগামী বছরে নতুন ভাবে সকল কিছু শুরু করি। আমার জন্য,  পরিবারের জন্য, চিলমারীর জন্য এবং দেশের সকল মানুষের জন্য কাজ করি। এবং সকল অসহায় ও অতি দরিদ্র মানুষের পাশে দাঁড়াই।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং