সারাদেশ

বালিয়াডাঙ্গীতে  জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

মোঃ মনিরুজ্জামান অনিকঃ বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আজ ২ জানুয়ারি  রোজ বৃহস্পতিবার বেলা ১১:০০ ঘটিকার সময় সমাজসেবা অধিদপ্তর, বালিয়াডাঙ্গী উপজেলা কর্তৃক জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে হতদরিদ্র, অসহায় ও মুমূর্ষ রোগীদের সেবার লক্ষ্যে ওয়াকথন, মুক্ত আড্ডা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সরকারি কমিশনার (ভূমি) মান্যবর জনাব আরাফাত হোসাইন।

যুব ও ক্রীড়া বিষয়ক অফিসার মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জনাব শওকত আলী, সমাজসেবা অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

অনু্ষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য রাখেন প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম, রাহাত চৌধুরি, রাসেল রানা মেহেদী, কায়েস আলী প্রমুখ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বালিয়াডাঙ্গী উপজেলার প্রতিনিধিগণ, উপজেলা সমাজসেবা অধিদপ্তরকে এ আয়োজনের জন্য সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এধরনের কার্যক্রম কে বৃদ্ধির লক্ষ্যে নোটিশ বোর্ড, ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার পরামর্শ প্রদান করেন। এছাড়াও সমগ্র উপজেলার বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিবেদন স্বরূপ একটি ম্যাগাজিন প্রকাশের পরামর্শ প্রদান করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,