শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগর ইউএনও রণী খাতুন উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
শ্যামনগর জমিদারবাড়ী জেলেপাড়া, পাতড়াখোলা মাদ্রাসা ও এতিমখানা, কৈখালী ইউপির বোশখালী গ্রাম ও বোশখালী এতিমখানায় রাতে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান প্রমুখ।
এদিকে শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার রাত থেকে শীতের তীব্রতা বেড়ে চলেছে। শুক্রবার সারাদিন এক প্রকার সূর্যের মুখ দেখা মেলেনি ফলে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।
শ্যামনগর উপজেলা সদরে ফুটপাতের দোকানে গরম কাপড় ক্রয়ের জন্য শুক্রবার সকালে ভীড় লক্ষ্য করা গেছে।