বরুণা মাদরাসার মাহফিলে শায়েখ বর্ণভী রহ. ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজন হোসেন তৌফিকুল, মৌলভীবাজার প্রতিনিধি
সিলেট বিভাগের ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার মাহফিলে শায়েখ বর্ণভী রহ. ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প।
শুক্রবার (৩ জানুয়ারী) সকাল থেকে পরদিন শনিবার পর্যন্ত ৫জন চিকিৎসকের একটি টিম চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। মাহফিলে আগত মুসল্লি ও আশপাশের দুই হাসার মানুষের স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষ্যে।
শায়েখ বর্ণভী রহ. ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান আসজাদ হামিদীর তত্তবধানে ১৫ সদস্যের একটি সেচ্ছাসেবী টিম কাজ করছে। মেডিকেল টিমের প্রধান, মৌলভীবাজার আধুনিক জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার আব্দুল মজিদ এর নের্তৃত্বে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন ডাঃ ইমরান এ রউফ রাতুল, ডাঃ কাজি দেলোয়ার আহমেদ, ডাঃ আব্দুর রহিম এবং ডাঃ মোস্তাফিজুর রহমান।
এছাড়াও সার্ভিস ভলেনডিয়ার হিসেবে কাজ করছেন, সৈয়দ মোফাজ্জুল হোসেন, শেখ বাড়ি জামিয়ার ছাত্র শামীম আহমদ, হাফিজ আহবাবসহ ১০ জনের সেচ্ছাসেবী টিম। শুক্রবার সকাল থেকে পরদিন শনিবার পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প স্বাস্থ্য সেবা দিয়ে যাবে।
শায়েখ বর্ণভী রহ. ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান আসজাদ হামিদ জানান, শিক্ষা, দা’ওয়া, সেবা; আমাদের প্রতিজ্ঞা এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পথচলা বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সেবামূলক সংস্থা শায়েখ বর্ণভী রহ. ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীমঙ্গলের জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার ছালানা ইজলাছে আগত মুসল্লিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৫ এর আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হযরত হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক। উক্ত ক্যাম্প শুক্রবার সকাল থেকে পরদিন পর্যন্ত চলমান থাকবে। এতে প্রাথমিক চিকিৎসার ঔষধপত্রাদি বিনামূল্যে প্রদান করছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
মেডিকেল ক্যাম্পের প্রধান, মৌলভীবাজার আধুনিক জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার আব্দুল মজিদ বলেন, ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, কোরআন-সুন্নাহ ভিত্তিক ব্যক্তি ও সমাজ গঠন করা এবং বিশ্ব মানবতার শান্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পদাঙ্ক অনুসরণ করে মানবতার সেবায় আল্লাহর সন্তুষ্টি অর্জন, শায়খ বর্ণভী রহ. ফাউন্ডেশনের মূল লক্ষ্য।
সালফে সালিহীনের কর্ম পন্থা অবলম্বর করে কোরআন সুন্নাহ ভিত্তিক কার্য পরিচালনা আমাদের নীতি। কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, মনুষ্যত্বের সঠিক বিকাশ, মানবীয় সকল যোগ্যতার সঠিক ব্যবহার, সুষ্ঠ সমাজ গঠন, ইহ-পরকালের শান্তি, স্বস্তি, মুক্তি ও সাফল্যের জন্য ইলমে দ্বীন চর্চার বিকল্প নেই। ফরজ পরিমাণ ইলম অর্জন, কোরআন তিলাওয়াত বিশুদ্ধকরণ, উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণাগার প্রতিষ্ঠা এবং বেকারত্ব দূরীকরণে কাজ করছে শায়খ বর্ণভী রহ. ফাউন্ডেশন।
বরুণা মাদরাসার ছালানা ইজলাছে আগত মুসল্লিদের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও বিনামূল্যে ঔষদপত্রাদি গ্রহণের জন্য আহবান জানিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুর রহমান আসজাদ বর্ণভী।