সারাদেশ

পলাশে আদালতের নির্দেশনা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

পলাশ(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদীর পলাশে আদালতের ১৪৫ ধারা নির্দেশনা অমান্য করে জোরপূর্বক এক ব্যবসায়ীর ২২ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে বশির মিয়া ও সুরুজ মিয়া নামে দুই প্রতিবেশির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামে।
ভুক্তভোগী আব্দুল আল মামুন ও মমিন মোল্লা জানান, তাদের বাড়ির পাশে পৈতিক ২২ শতাংশ জমি ভুলবশত আর এস রেকর্ড অন্যদের নামে চলে যায়। পরে তা আদালত থেকে সংশোধন করা হয়। তবে বিআরএস অভিযুক্ত বশির মিয়া ও  সুরুজ মিয়াদের নামে থেকে যাওয়ায় তারা ওই জমি নিজেদের বলে দাবি করে। একপর্যায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বিআরএস সংশোধনের মামলাও দেওয়া হয়। এদিকে ওই জমি দখল মুক্ত রাখতে ভুক্তভোগী পরিবার আদালতে সরাপর্ণ হলে নরসিংদী জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১৪৫ ধারা জারি করে। কিন্তু আদালতের নির্দেশনা অমান্য করে অভিযুক্ত বশির মিয়া ও সুরুজ মিয়াসহ তার পরিবারের লোকেরা জোরপূর্বক জমিতে দেয়াল নির্মাণ করে। এসময় বাধা দিয়ে গিয়ে হামলার শিকার হয় তারা। বিষয়টি থানা পুলিশকে জানালেও কোন সুরহা মেলেনি।
এ ব্যাপারে অভিযুক্ত বশির মিয়া ও সুরুজ মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্ঠা করা হলেও তাদের কাউকেই পাওয়া যায়নি।
পলাশ থানার এ এসআই সোবাহান জানান, আদালতের নির্দেশনার বিষয়ে আমার জানা নেই। জমি সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগীর পক্ষ থেকে প্রাণ নাসের একটি জিডি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং