শীতার্তদের মাঝে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করলেন ছামিউল মেম্বার।
বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়ানের ৬ নং (আসমতপুর)
ওয়ার্ডে প্রতিবছরের মতো এবারও অসহায় শীতার্ত মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করেন উক্ত ওয়ার্ডের মেম্বার ছামিউল ইসলাম।
বুধবার (৮ জানু:) সকালে তিনি নিজ বাসভবনে ১১০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে এই উপহার তুলে দেন। এ সময় কম্বল হাতে পেয়ে সবাই অনেক খুশি।
উক্ত ওয়ার্ডের সুমন নামে একজন বয়স্ক লোক বলেন, কয়েকদিন ধরে খুব শীত। পাতলা একটা সুয়েটার দিয়ে শীত যায় না। কয়েকজন নেতাকে বলেও কোন কাজ হয়নি। আজ এই কম্বল পেয়ে আমার খুব উপকার হয়েছে।
ছামিউল ইসলাম বলেন, আমি প্রতিবছরেই চেষ্টা করি অসহায় মানুষে জন্য কিছু না কিছু করার যাতে তারা উপকৃত হয়। কিন্তু এবছর মাত্র ১১ টি কম্বল পেয়েছি। তাই নিজের ওয়ার্ডের মানুষের কথা চিন্তা করে আগামীকাল ও আজ দু’দিনে অসহায় শীতার্ত মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে প্রায় ২৫০ জন মানুষকে এই শীতে কম্বল উপহার দেয়া চেষ্টা করেছি। তিনি আরও বলেন, শীতার্ত মানুষকে একটি কম্বল দিতে পেরে আমি অনেক খুশি।
এ সময় তার পরিবারে সদস্যরা উপস্থিত ছিলেন।