সারাদেশ

ফেনীর সোনাগাজীতে ৩ লক্ষ টাকার ভিটুমিন লুট।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজী উপজেলার ইছাপুর সড়ক নির্মান কাজের ভিটুমিন রাতের আঁধারে লুট করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটে।লুট হওয়া ১২ ড্রাম ভিটুমিনের মূল্য প্রায় তিন লক্ষা টাকা বলে জানিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান এম কে এম কনস্ট্রাকশন।জানাগেছে,মধ্যরাতে একটি বড় ট্রাক বোঝাই করে ডাকাতদল নির্মাণাধীন রাস্তার পাশে রাখা ১২টি ভিটুমিনের ড্রাম উঠিয়ে নিয়ে যায়।ঠিকাদারি প্রতিষ্ঠান এমকেএম কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মাহতাব হোসেন চৌধুরী জানান,এলজিইডির একটি রাস্তার কার্পেটিং এর কাজে ব্যবহারের জন্য ভিটুমিন আনা হয়েছিল।রাতের আঁধারে ৩ লক্ষ টাকার ভিটুমিন নিয়ে গেছে দুর্বৃত্তরা।মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।ফেনীর সোনাগাজী থানার ওসি বায়েজীদ আকন জানান,তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং