তারুণ্যের উৎসব উপলক্ষ্যে শ্যামনগর হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মসূচি
রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার শ্যামনগর উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জিয়াউর রহমান, বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সহায়তা করেন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম। এসময় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থী পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।