তথ্য ও প্রযুক্তি

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

মেহেদী হাসান শিপলু – স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)

জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় দু দিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগীতায় সোমবার সকালে উপজেলা চত্তরে নির্বাহী অফিসার সুস্মিতা সাহা মেলার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুর নাহার, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুঃ আহসানুল মিজান রুমী, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বালি আবুল কালাম, জামায়াত নেতা কামাল আহম্মেদ প্রমূখ। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেলায় ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টল দিয়ে তাদের উদ্ভাবন উপস্থাপন করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, তরিকুল ইসলাম পৌর কলেজ, এবিসিডি কলেজ, চৌগাছা সরকারী কলেজ, এস এম হাবিবুর রহমান পৌর কলেজ, মৃধাপাড়া মহিলা কলেজ, চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়, হাজী মর্ত্তজ আলী মাধ্যমিক বিদ্যালয়, মডেল মাধ্যমিক বিদ্যালয়, চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়, কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়, পাতিবিলা হাজী শাহাজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়, হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছা ছাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শিশুতলা অসীম কুমার মাধ্যমিক বিদ্যালয়, জে,সি,বি বিজ্ঞান ক্লাব। উদ্বোধনের পরপরই মেলা চত্তর দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে মুখোরিত হয়ে ওঠে।

You may also like

তথ্য ও প্রযুক্তি

কেরানীগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২০২৪ সালের বৃত্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন থেকে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের নিয়ে এ
তথ্য ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

  • জানুয়ারি ২১, ২০২৫
মেহেদী হাসান শিপলু – স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)  যশোরের চৌগাছায় দু’দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী দিনে বিজয়ীদের মাঝে