সারাদেশ

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে  উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, ডাক্তার লাকী খাতুন, নৌ-বন্দর ফাঁড়ির অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবীর, দৈনিক ইত্তেফাক পত্রিকা চিলমারী প্রতিনিধ নজরুল ইসলাম সাবু, এশিয়ান টিভির চিলমারী প্রতিনিধ ছাবেদ আলী মন্ডল, চিলমারী মডেল থানার সাব ইন্সপেক্টর শাহ জালাল প্রমুখ। সভায় চুরি, বাল্যবিয়ে, অনলাইন জুয়া এবং মাদকের প্রতিরোধসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়।  উপস্থিত ব্যক্তিরা স্থানীয় সমস্যা সমাধানে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং