ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী পালিত।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,আধুনিক বাংলাদেশের রূপকার ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার ১৯ জানুয়ারী বাদ আসর ফেনী শহরের তাকিয়া মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার,সদস্য সচিব আলাল উদ্দিন আলাল,যুগ্ম আহবায়ক এয়াকুব নবী,আনোয়ার হোসেন পাটোয়ারী,ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির,ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল,সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া,ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খন্দকার,ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন,ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলনসহ ফেনী জেলা বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।দোয়া ও মিলাদ পরিচালনা করেন তাকিয়া জামে মসজিদের ঈমাম মাওঃ গোলাম কিবরিয়া।দোয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং চব্বিশের গণঅভ্যুত্থানের নিহতদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অসুস্থ নেতা-কর্মীদের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।