সারাদেশ

হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সম্মাননা স্মারক প্রদান

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে তারুন্য উৎসবের কর্মসূচির অধীন বৈষম্য বিরোধী আন্দোলনে হাটহাজারী আহত/ নিহতদের স্মরণে আলোচনা সভায় আহত দশজন বীর সেনানিকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করা হয় ।
বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দীনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এ.বি.এম মশিউজ্জামান। এতে উপস্থিত ছিলেন ছাত্র সমন্বয়ক মোঃ এনাম, হাটহাজারী ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ইফরাদ চৌধুরী।
সভায় সম্মাননা গ্রহণকারী আহত বীরগণ হলেন সর্ব জনাব আবদুল হালিম, এস.এম আহসান হাবিব, সৈকত দাশ, মোঃ জালাল উদ্দীন, মোঃ সাঈম, মোঃ তামিম, মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, আরফাজ বিন নুর নিহান, সিনান ইবনে হাকিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইলিয়াছ।
বক্তাগণ জাতীয় এ বীর সেনানীদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। উপস্থিত শিক্ষার্থীদের তাদের অবদানের কথা আজীবন স্মরণ রাখার অনুরোধ করা হয়। সর্বশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করে বিদ্যালয়ের ইন্টার্ণ শিক্ষক মোঃ রাশেদ।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং