সারাদেশ

ফেনীর বিরিঞ্চিতে নবী-বাবলু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী পৌরসভার ৪ নং ওয়ার্ডের বিরিঞ্চিতে নবী-বাবলু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।শুক্রবার ২৪ শে জানুয়ারি স্থানীয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াকুব নবী।
নবী-বাবলু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন কমিটির উপদেষ্টা ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরীর সভাপতিত্বে ও ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদুল হক খোকন এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত নবী-বাবলু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইফুর রহমান রতন,ফেনী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী,ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য জুলহাস উদ্দিন,ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল,ফেনী পৌর বিএনপির ৪নং ওয়ার্ড শাখার সভাপতি মমিনুল হক দুলাল ও সাধারণ সম্পাদক আজিমুল হক প্রমুখ।এই সময় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।টুর্নামেন্টে মোট ১৬ টি টিম অংশ নিচ্ছেন।উদ্বোধনী খেলায় শিবলু শাকিল একাদশ বনাম বানঘর ইয়াং৷স্টার সোসাইটি অংশ নেন।উল্লেখ্য ১৯৯৮ সালে ফেনী জেলা ছাত্রদলের সাবেক নেতা নুর নবী ও যুবদলের নেতা বাবলুকে আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং