সারাদেশ

ফেনীর দাগনভুঞায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া মিলাদ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে
২৪ শে জানুয়ারী শুক্রবার বিকেলে দাগনভূঞা উপজেলার রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।এতে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মহি উদ্দিন মধু।রাজাপুর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ ঈশা খান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল এ এম পারভেজ,শাকিব,শাহিন,সুমন, মানিক,মিজানুর রহমান,ফজল হক প্রমূখ।দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় যুবদল নেতা মহি উদ্দিন মধু বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য এখন থেকে প্রতিটি যুবদল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মন জয় করতে হবে। শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ২৪ এর গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন  দেশনেত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।এই সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং