সারাদেশ

সর্বোচ্চ নির্যাতিত হয়ে জামায়াত জনপ্রিয়তা অর্জন করেছে; উল্লাপাড়ায় মাও: রফিকুল ইসলাম খান

মেসবাহুল হক মাসুম; উল্লাপাড়া (সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের কর্মীসভা ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমায়েতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। কর্মী ও সুধী সমাবেশে তিনি বলেন, সব ধরনের তথা সর্বোচ্চ নির্যাততিত দল হিসেবে জামায়াত জনপ্রিয়তা অর্জন করেছে। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধায় উল্লাপাড়া পৌর উন্মুক্ত মঞ্চে পৌর জামায়াতের আমীর আব্দুল করিমের সভাপতিত্বে ও আব্দুল বারী’র সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল ২০০৮ সালের নির্বাচনকে ভারতের কারচুপির নির্বাচন বলে ভূষিত করেন এবং সেই নির্বাচনে তাকে রাতের ভোটের মাধ্যমে হারিয়ে দেয়া হয় বলে মত পোষণ করেন। নির্বাচনের পরেই আওমীলীগ সরকারের তান্ডব ও ষড়যন্ত্র শুরু হয়। আওয়ামী পুলিশ ও পেটোয়া বাহিনী দিয়ে জামায়াতের ৩ জন নেতাকে গুলি করে নৃশংস ভাবে হত্যা করা হয় বলে জানান। আওয়ামী সরকারের সকল বিচার বর্হিভূত হত্যাকাণ্ডসহ দেশের টাকা বিদেশে পাচারকারীদের সুষ্ঠু বিচার দাবি করেন মাওলানা রফিকুল ইসলাম খান।

উক্ত কর্মী ও সূধী সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সাধারাণ সম্পাদক খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর ড. মাও: নজরুল ইসলাম প্রমুখ।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং