শিক্ষাঙ্গন

জ্ঞানভিত্তিক অর্থনীতির এই যুগে মেধাস্বত্ব একটি শক্তিশালী হাতিয়ার: বেরোবি উপাচার্য

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে মেধাস্বত্ব হলো তত্ত্ব আর বাস্তবতার মধ্যে সেতুবন্ধন। ঔষধ, কৃষি উদ্ভাবন, শিক্ষাগত সরঞ্জাম কিংবা ডিজিটাল প্রযুক্তির মতো একাডেমিয়ায় উদ্ভাবিত গবেষণার খাতগুলির জন্য মেধাস্বত্ব অপরিবহার্য। তিনি বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতির এই যুগে মেধাস্বত্ব একটি শক্তিশালী হাতিয়ার।

আজ রবিবার (২৭ এপ্রিল) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। উপাচার্য বলেন, নিজ নিজ মেধাস্বত্ব রক্ষার পাশাপাশি এমন একটি বিশ্ব নির্মাণের জন্য কাজ করতে হবে, যেখানে সৃজনশীলতা দায়িত্বশীলভাবে, অন্তর্ভুক্তিমূলকভাবে এবং টেকসইভাবে বিকশিত হয়। তিনি আরও বলেন, উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি ন্যায়সংগত প্রবেশাধিকার নিশ্চিতে তরুণ ও নারী উদ্ভাবক এবং প্রান্তিক জনগোষ্ঠীর সৃষ্টির সুরক্ষা নিশ্চিত করতে হবে। তবে আমাদের সচেতন থাকতে হবে, যেন মেধাস্বত্বের কাঠামো কখনোই বাধা না হয়ে ওঠে। বরং এটি যেন উদ্ভাবনের পথকে আরও উন্মুক্ত করে।

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিতে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক এবং রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। আইকিউএসি আয়োজিত বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম মেধাস্বত্বের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর নেতৃত্বে একটি র‌্যালির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক, প্রধান গেট, পার্কের মোড়, শহীদ আবু সাঈদ চত্বর হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর