এলোপাথাড়ি গুলির শিকার দিশা পাটানির পরিবার, সবাইকে হত্যার হুমকি

ভারতের উত্তর প্রদেশের বরেলিতে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাসভবনের বাইরে এলোপাথাড়ি গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোল্ডি ব্রার গ্রুপ দায় স্বীকার করেছে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।
হামলা প্রসঙ্গে পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে সিভিল লাইন এলাকায় অবস্থিত পাটানি পরিবারের বাড়ির বাইরে মোটরসাইকেলে করে আসা দুজন দুর্বৃত্ত প্রায় সাত রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলে ছিলেন দিশা পাটানি, তার বোন খুশবু, ভাই সূর্যাংশ এবং বাবা–মা। স্বস্তির বিষয় কেউ হতাহত হয়নি।
সম্প্রতি খুশবু পাটানি এক ভিডিও বার্তায় হিন্দুত্ববাদীদের ধর্মীয় গুরু অনিরুদ্ধ আচার্যের নারী বিদ্বেষী মন্তব্যের সমালোচনা করেন। তার সেই বক্তব্যকে কেন্দ্র করেই এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।
ঘটনার পরপরই গোল্ডি ব্রার গ্রুপ সোশ্যাল মিডিয়ায় হামলার দায় স্বীকার করে। এক বিবৃতিতে তারা জানায়, “আমি, বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র শরণ (দেলানা) আজ খুশবু পাটানি ও বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে যে গুলি চালানো হয়েছিল তার দায় স্বীকার করছি। তিনি আমাদের শ্রদ্ধেয় সাধুদের (প্রেমানন্দ এবং অনিরুদ্ধাচার্য) অপমান করেছিলেন। তিনি আমাদের সনাতন ধর্মকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন। আমাদের পূজিত দেবদেবীদের অপমান বরদাস্ত করা হবে না।’
ওই পোস্টে আরও হুমকি দেওয়া হয়, ‘ এটি কেবল একটি ট্রেলার ছিল। পরের বার যদি সে বা অন্য কেউ আমাদের ধর্মের প্রতি কোনো অশ্লীল আচরণ দেখায়, তাহলে আমরা কাউকে তাদের বাড়িতে জীবিত রেখে যাব না। এই বার্তা শুধু তার জন্য নয়, চলচ্চিত্র জগতের সব শিল্পী এবং তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য। ভবিষ্যতে যে কেউ আমাদের ধর্ম ও সাধুদের সম্পর্কে এ ধরনের অপমানজনক মন্তব্য করলে, তার পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে।”
এদিকে ঘটনার পর বরেলি পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। কোতোয়ালি থানায় মামলা হয়েছে এবং বিশেষ অভিযান দল (এসওজি)সহ পাঁচটি টিম অপরাধীদের শনাক্তে মাঠে নেমেছে। পুলিশের এক কর্মকর্তা জানান, হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, এ নিয়ে অভিনেত্রী দিশা এবং তার বড় বোন খুশবু এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।