Fwd: আদমদীঘিতে ট্রান্সফরমারের খুঁটিতে ঝুলছিলো চোরের মরদেহ
আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের জিনইর গ্রামের ফসলী মাঠের অগভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গতরাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান নামে চোর চক্রের এক সদস্যের মৃত্যু হয়েছে।
মৃত আব্দুর রহমান (৪৫) উপজেলার সদর ইউনিয়নের ডালম্বা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। গতকাল (৯ জানুয়ারি) বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জিনইর গ্রামের ফসলী মাঠে ঘটনাটি ঘটে। খবর পেয়ে আজ শুক্রবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের জিনইর গ্রামের রহিদুল ইসলাম উজ্জ্বল বৈদ্যুতিক সংযোগ নিয়ে ওই গ্রামের পূর্বপাড়া মাঠের ফসলী জমিতে সেচ পরিচালনা করে আসছিলো। বৃহস্পতিবার দিবাগত রাতে চোর চক্রের সদস্য আব্দুর রহমান ওই অগভীর নলকুপের ট্রান্সফরমার চুরি করতে আসে। এরপর বৈদ্যুতিক খুঁটিতে উঠে ট্রান্সফরমার খুলতে থাকেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে ওই খুঁটিতে ঝুলতে থাকে। শুক্রবার সকালে স্থানীয়রা খুঁটিতে ঝুলতে থাকা মরদেহ দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে তারা চোর চক্রের সদস্য আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে অগভীর নলকূপের মালিক রহিদুল ইসলাম উজ্জ্বল বলেন, আমার নলকূপের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ছিলো। কয়েকদিন যাবৎ চোর চক্রের সদস্যরা চিঠির মাধ্যমে আমার কাছে টাকা দাবি করে আসছিলো। শুক্রবার সকালে জানতে পারি ট্রান্সফরমার চুরি করতে এসে আব্দুর রহমান নামের এক চোর বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।