জাতীয় সারাদেশ

পালাতে গিয়ে এসির আউটডোরে আটকে পড়া মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে চারতলার এসির আউটডোর ইউনিটে আটকে পড়ে এক মাদ্রাসা শিক্ষার্থী। রোববার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌরসভার টোরাগড় এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া শিশুটির নাম মো. রায়হান (১০)। সে আল ইহসান হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, শিশুটিকে ঝুঁকিপূর্ণ স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে রায়হানকে নিরাপদে উদ্ধার করে তার মা ও মাদ্রাসা শিক্ষকের কাছে হস্তান্তর করেন।

রায়হানের মা জানান, এর আগেও তার ছেলে অন্য মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করেছিল। এবারে পালাতে গিয়ে নিচে নামতে না পেরে এসির আউটডোরে আটকে যায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, “দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে শিশুটিকে নিরাপদে নামানো হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে মাদ্রাসা ও অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,