ফেসবুক পোস্ট থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাজীগঞ্জে বিএনপি-জামায়াতের ৪০ জন আহত
চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে ছবি শেয়ারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে বিএনপি নেতা তারেক রহমান ও রুমিন ফারহানার একটি ব্যঙ্গাত্মক ছবি শেয়ার করলে বিএনপি কর্মীরা ক্ষুব্ধ হন। যদিও পরে ইলিয়াস পোস্টটি মুছে দুঃখ প্রকাশ করেন, তবুও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৈঠকের আগেই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে বিএনপির ২০ জন এবং জামায়াতের ২০ জন আহত হন। গুরুতর আহত কয়েকজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ করেছে। সংঘর্ষের পর বাজারের দোকানপাট কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান, ৪-৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখনো থানায় কোনো অভিযোগ বা আটক হয়নি।