সারাদেশ

আজাহারুল ইসলামের খালাস উপলক্ষে পিরোজপুরে শোকরানা সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি : জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের বেকসুর খালাসের উপলক্ষে পিরোজপুর জেলা জামায়াতের উদ্যোগে এক শুকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকেলে জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সভাপতিত্বে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, পৌর আমীর ইসাহাক আলী ও পৌর সেক্রেটারি আল আমিন শেখ, পিরোজপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান।
সমাবেশ শেষে আওয়ামী লীগ আমলে গুমের শিকার শহীদ আল মুকাদ্দাসের পিতা মুফতি মাওলানা আব্দুল হালিম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,