সিরাজগঞ্জে গৃহে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জের সলংগা থানার কাচিয়ার চর গ্রামে নিজ ঘরে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মো. গিয়াস উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে ) সকাল সারে ৭টা দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন কাচিয়ার চর গ্রামের আলী আফসার মাস্টারের পুত্র। ঘটনার দিন সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে গিয়াস উদ্দিনের মেয়ে মোছাঃ আলো খাতুন তার বাবাকে ঘরের ভিতর সিলিং ফ্যানের সাথে গামছা সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে নিচে নামিয়ে দ্রুত ব্যবস্থা নেয়। তবে ততক্ষণে তিনি মারা গেছেন বলে নিশ্চিত হওয়া যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। গোপনভাবে ফেনসিডিল, হিরোইনসহ বিভিন্ন মাদক দ্রব্য সেবন করতেন বলে জানা যায়।
এ বিষয়ে সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনাটি নিশ্চিত করেছেন এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান।
স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে এই ঘটনায়। পারিবারিক ও সামাজিকভাবে এ মৃত্যুর নেপথ্যে মাদকাসক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।