সারাদেশ

সান্তাহার ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নে আজ বেলা সাড়ে বারো ঘটিকার সময় পরিষদের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থ বছরে মোট ২ কোটি ৫১ লাখ ১৫ হাজার ৭০৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ (২৯ মে) বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন। উন্মুক্ত এই বাজেটে রাজস্ব খাতে ১৬ লাখ ৬১ হাজার টাকা এবং উন্নয়ন অনুদান খাতে ২ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৭০৭ টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ওয়ার্ড পর্যায়ে সভার মাধ্যমে প্রাপ্ত তথ্যানুযায়ী নারীর ক্ষমতায়ন, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, ভৌত অবকাঠামোর উন্নয়নে এই বাজেটে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মিজানুর রহমানের সঞ্চালনায় ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত
বাজেট অধীবেশনে বক্তব্য প্রদান করেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু হাসান রবিন, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য মোতাহার হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জু, ফেরদৌস, শাহিন, সাইদুল, নান্দু, সমাজ খান, শামীম, সংরক্ষিত নারী সদস্য লুৎফুন নেছা, পিংকি ও স্বপ্নাসহ আরো অনেকে।
এ সময় ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,