সারাদেশ

নাগরপুরে সৎ মাকে ঘর থেকে বের করে দিয়ে তালা দেয়ার অভিযোগ ছেলেদের বিরুদ্ধে 

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলাযর মামুদনগর ইউনিয়নের বনগ্রাম এলাকায় ঘর থেকে  সৎ মাকে বের করে দিয়ে ঘরে তালা  দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে বারেক ও ছালাম এর বিরুদ্ধে।
ভুক্তভোগী ফুলমালা(৬০) জানান, আমার স্বামী মৃত আনছু পিরসাহেব মারা যাওয়ার আগে আমাকে  ২ শতাংশ বাড়ি থেকে এবং ২ শতাংশ আবাদি জমি থেকে মোট চার শতাংশ লিখে দিয়ে যান। উল্লেখ্য আমার স্বামীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আমাকে দ্বিতীয় বিয়ে করে, তারপর আমার একজন মেয়ে সন্তান হয়, আগের স্ত্রীর   দুইজন ছেলে এবং চারজন মেয়ে সন্তান রয়েছে সব জমি দুই ছেলের নামে লিখে দিয়ে যায় আমার স্বামী। আমার স্বামীকে এবং আমাকে কোন ছেলেরাই ঠিকমত ভরণপোষণ করত না। আমার স্বামী পীর সাহেব তার ভক্তরা যা দিত এগুলো নিয়ে আমরা কোন রকমে দিনপাত কাটাতাম তারপর আমার স্বামী মারা যায়, তার সাথে সাথেই আমার সৎ ছেলেরা আমাকে আমার স্বামীর রেখে যাওয়া ঘর থেকে বের করে দেয় এবং ঘরে তালা ঝুলিয়ে দেয় এমত অবস্থায় আমি খুব কষ্টে জীবন যাপন করছি। আমি এ-র সুষ্ঠ বিচার চাই।
 ঘরে তালা দেয়া বিষয়ে সৎ ছেলে ছালাম ও বারেক বলেন, ঘরটি ভাঙ্গা। মা সেখানে থাকেনা এবং ঘরটি ঝুঁকিপূর্ণ তাই আমরা কাউকেই থাকতে দেই না। এজন্য তালা দিয়ে রেখেছি।
ছেলে ছালাম বলেন, মা বাড়িতে ছিলো না তাই ঘরটি আমরা দু’ভাই তালা দিয়ে রেখেছি। যাতে কোন জিনিসপত্র না হারিয়ে যায়।
ছেলে বারেক বলেন, এখানে আমি বিল্ডিং করবো তখন মা আমার সাথে থাকতে পারবেন। এখন আমি কাউকে থাকে দেই না।জায়গার বিষয়ে জানতে চাইলে ছেলেরা স্বীকার করে বলেন আমার মায়ের নামে বাড়িতে ২শতাংশ জায়গা রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,