সারাদেশ

গাজায় গনহত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে বিক্ষোভ-মিশিল

জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
গাজায় নির্বিচারে মুসলমানদেরকে গণহত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে হরতাল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।
৭ই এপ্রিল, সোমবার জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ তাড়াশ উপজেলা শাখার ব্যানারে মুফতী সানাউল্লাহর নেতৃত্বে তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিশিল শুরু হয়ে বাজারের ভেতর দিয়ে উপজেলা গেট প্রদক্ষিণ করে রাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গাজায় মুসলমানদেরকে নির্বিচারে ইসরায়েলের কুলাঙ্গাররা হত্যা করছে। আমাদের ভাই-বোনদের লাশ আকাশে উড়ছে। আর আমরা চেয়ে চেয়ে দেখছি। এই দেখা শেষ করতে হবে। ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা গ্রহণ করে গাজাবাসীর পাশে দাঁড়াতে হবে। একই সাথে প্রতিটি দোকান থেকে ইসরায়েলী পণ্য বয়কটের ঘোষণা দেন তারা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,