সারাদেশ

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ হল।
বুধবার(১৮জুন) দুপুরে উপজেলার আটুলিয়া ইউপির ছোট কুপট গ্রামের ৭ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করা হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা এস এম আরিফুজ্জামান জানান আটুলিয়া ইউপির রফিকুল ইসলামের ৭ম শ্রেণি পড়ুয়া জনৈক এক ছাত্রীর উপজেলার ঈশ্বরীপুর ইউপির শ্রীফলকাটি গ্রামে তার এক আত্নীয়ের বাড়ী রেখে বিবাহ কাজ সম্পন্ন করার প্রস্ততি গ্রহণ করা হয় পরিবারের পক্ষ থেকে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন জানতে পেরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনকে বাল্য বিবাহ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলেন। পর দুপুরে বাল্য বিবাহের সকল আয়োজন বন্ধ করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,