সারাদেশ

সান্তাহারে জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ (২০ জুন) শুক্রবার সকালে উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের যুব সমাজের উদ্যোগে দমদমা-প্রশাদ খালী সড়কের উভয় পাশে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর  ওয়াহেদুল ইসলাম, উপজেলা যুবদল নেতা কোরমান আলী মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন, পল্লী চিকিৎসক মাজেদুর রহমান, পৌর যুবদলের দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল আজিজ আবিদ, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাহবুব আলম, পৌর ছাত্রদলের সমাজ সেবা বিষয়ক সম্পাদক সোহাগ হোসেনসহ আরো অনেকে।
বৃক্ষরোপণ শেষে মাহফুজুল হক টিকন বলেন, ডাক্তার জুবাইদা রহমান একজন মেধাবী চিকিৎসক। তিনি বিসিএসে (স্বাস্থ্য) প্রথম স্থান অর্জন করে সরকারি চাকুরিতে যোগদান করেছিলেন। কিন্তু ফ্যাসিবাদী সরকার তাঁকে সে চাকুরিতে থাকতে দেয়নি। তবুও তাঁর একাডেমিক উৎকর্ষ থেমে থাকেনি। তিনি সর্বোচ্চ নম্বর ও স্বর্ণপদকসহ লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে হৃদরোগ বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। ৫ আগস্টে  ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে তাঁর চাকুরি পুনর্বহালের একটি প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশাবাদী, ভবিষ্যতে তিনি আবারো বাংলাদেশের মানুষের জন্য তাঁর মেধা ও দক্ষতা দিয়ে চিকিৎসা সেবায় অবদান রাখবেন।
বৃক্ষরোপন শেষে ডাক্তার জুবাইদা রহমান ও তাঁর পরিবার, বেগম খাদলেদা জিয়ার সুস্থতাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং